১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক শুরু
সরকার পতনের একদফা আন্দোলন সামনে রেখে যুগপতের শরিক ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৩ টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন। সেখানে একদফা আন্দোলনের যৌথ ঘোষণা, রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
আজ লিয়াজোঁ কমিটির বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাগপার রাশেদ প্রধান, ইসলামী ঐক্য জোটের আবদুল করিম, বাংলাদেশ জাস্টিস পার্টির ড. সৈয়দ জাভেদ মোহাম্মাদ সালেহ উদ্দিন, বিএমএলের মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবুল কাশেম, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন প্রমুখ।