স্বাধীন বাংলাদেশ বহির্বিশ্বের কাউকে খাজনা দিয়ে চলে না : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দেশ বহির্বিশ্বে কাউকে খাজনা দিয়ে চলে না।’ আজ মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত আলোচনা সভা ও ‘ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। একইসঙ্গে তরুণ প্রজন্ম ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত বলেও দাবি করেছেন তিনি।
কে এম খালিদ বলেন, ‘তরুণ প্রজন্ম ফেসবুকসহ স্ক্রিন টার্চের নেশায় আসক্ত। এটি মাদকের চেয়েও ভয়াবহ। এসব কারণে তাদের প্রতিভা সঠিকভাবে বিকশিত হচ্ছে না। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। তাদের দেশ-বিদেশের সকল বিষয়ে জ্ঞান রাখতে হবে।’
স্বাধীনতা বিরোধী শক্তি ও দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কোনোক্রমেই স্বাধীনতাবিরোধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যথায় দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে।’
বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তিশালী কোনো বিরোধী দল নেই জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ও কথা চলছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বহির্বিশ্বে কাউকে খাজনা দিয়ে চলে না। এদেশের জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করে ঠিক করবে কারা আগামীতে সরকার গঠন করবে।’