ফেনীতে মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন, ছয় গ্রাম প্লাবিত
ফেনীতে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) ভোরে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ করে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি, রোপা আমনের বীজতলাসহ মানুষের ঘরবাড়ি। মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় গ্রামবাসী জানান, ফেনীর ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙনে ছয় গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভোরে বাঁধের অংশে ভাঙন দেখা দিলে স্থানীয়রা গাছ কেটে, মাটি দিয়ে ভাঙন রোধের চেষ্টা করেও রুখতে পারেনি। পানির প্রচণ্ড বেগে বাঁধের আশপাশের উত্তর বরইয়া, বণিকপাড়া, বিজয়পুর, কিসমত বিজয়পুর, বসন্তপুর, জগতপুরসহ ছয়টি গ্রামে বানের পানি ঢুকে পড়ে। বাঁধ ভাঙার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুষছেন গ্রামবাসী।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মনির আহম্মেদ জানান, উজানের পানি আর গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীতে পানির চাপ বেড়ে যায়। নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিতে আছে ১২২ কিলোমিটার বাঁধের আরও বেশ কয়েকটি অংশ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছের শিকড় আর ইঁদুরের গর্তের জন্য বাঁধ ভেঙেছে।