পাচারের সময় সীমান্ত থেকে নারী উদ্ধার, ভারতীয়সহ আটক ৩
এক বাংলাদেশি নারীকে ভারতে পাচারের সময় ঝিনাইদহ জেলার মহেশপুরের ভারতীয় সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি পাচারে জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওই নারীকে (১৯) পাচারের জন্য ভারতীয় সীমান্তে নেওয়া হয়েছে এম তথ্যের ভিত্তিতে খানজাহান আলী থানা পুলিশ ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের সহায়তায় মহেশপুর থানার আওতাধীন ভারত সংলগ্ন বাংলাদেশ সীমান্তে অভিযান চালায়। অভিযানে পুলিশ পাদোলিয়া নদীর পাড় থেকে পাচারের শিকার ওই নারীকে উদ্ধার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাচারে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ পাচারকারী চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিঘলী এলাকা থেকে ভারতীয় নাগরিক একজনকে (৩৫) আটক করা হয়। পাসপোর্টের তথ্য অনুযায়ী ওই ব্যক্তি ভারতের ব্যাঙ্গালুরুর বাসিন্দা।