গুলশান কাঁচাবাজার মার্কেটের ঝুঁকিপূর্ণ মালামাল নিলামে উঠছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/21/dcc_market_gulshan_2.jpg)
গুলশান-২ নম্বরে কাঁচাবাজার মার্কেটের ঝুঁকিপূর্ণ মাছ-মাংসের ভবনের সব অকেজো ও অপসারণযোগ্য মালামাল নিলামে তুলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম এ বিষয়ে একটি নিলাম বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন গুলশান-২ কাঁচাবাজার মার্কেটের ঝুঁকিপূর্ণ মাছ-মাংসের ভবনের অকেজো, অপসারণযোগ্য মালামাল (যেখানে যে অবস্থায় আছে সে অবস্থার ভিত্তিতে) নিলামে বিক্রি হবে। সেলক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর নগর ভবনে প্রকাশ্য নিলাম ডাকের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, নিলাম ডাকে প্রত্যেক নিলাম ক্রেতাকে নিলাম পরিচালকের কাছে জামানত বাবদ ৫ হাজার টাকা নগদে জমা রাখতে হবে। সর্বোচ্চ ডাককারির নিলামের ২৫ শতাংশ অর্থ নিলাম ডাক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নগদে পরিশোধ করতে হবে। কোনো চেক গ্রহণ করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ জানিয়েছে, নিলামের অবশিষ্ট অর্থ, নিলামের মোট দরের ওপর ১০ শতাংশ হারে আয়কর এবং ৭.৫ শতাংশ হারে মূল্য সংযোজন করসহ (ভ্যাট) নিলামের অর্থ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর পরিশোধ করতে হবে। ভ্যাট, আয়করসহ নিলামের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে নিলাম বাতিল করে ২৫ শতাংশ জামানত বাজেয়াপ্ত করা হবে।