মুন্সীগঞ্জে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি
দাম নিয়ন্ত্রণে রাখতে খুচরা পর্যায়ে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের তদারকিতে সরকার নির্ধারিত দামে এ আলু বিক্রি কার্যক্রম শুরু করেছে জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ কার্যালয়ের মাঠে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাসেদ মোল্লা প্রমুখ।
জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, ১৫ টন আলু নিয়ে ভোক্তা পর্যায়ে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রম শুরু করা হলো। প্রতিদিন পিকআপ ভ্যানে করে জেলা শহর ও শহরতলীর বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আলু বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ পাঁচ কেজি আলু কিনতে পারবে। আগামীকাল থেকে ৪০ টন আলু বিক্রি করা হবে।
খোলা বাজারের আলু ক্রেতা মাঠপাড়া এলাকার সালমা বেগম বলেন, ‘এখান দিয়ে যাচ্ছিলাম। সকালে বাজার থেকে ৪৩ টাকা কেজি দরে আলু কিনেছি। এখানে কম দামে আলু পেলাম। তাই ৩৬ টাকা কেজি দরে পাঁচ কেজি আলু কিনলাম।’
জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘দেশে আলুর দামে অস্থিরতা চলছিল। আলুর দামে ঊর্ধ্বগতি ছিল। আমরা ও ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার নির্ধারিত দামে ভোক্তা পর্যায়ে আলু পৌঁছে দিব। সেই লক্ষ্যে বাজারে আজ আলু বিক্রি শুরু করেছি। আলুর দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে এগিয়ে এসেছে।’