খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া সরকারের সাংবিধানিক দায়িত্ব : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, চিকিৎসা সংবিধানের পাঁচটি মূলনীতির অন্যতম, তাই বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়াও সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকার যেখানে এতই সংবিধানের দোহাই দেয় তাহলে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়ার সাংবিধানিক দায়িত্ব কেন পালন করছে না। আওয়ামী লীগ শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার বিষয়ে অপব্যাখ্যা দাঁড় করায়।
গতকাল রোববার (১ অক্টোবর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে শুরু হওয়া বিএনপির রোড মার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মঈন খান। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ এলাকায় চক্ষু হাসপাতাল সংলগ্ন মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ড. আব্দুল মঈন খান বলেন, ‘১৯৯১ সালের সংবিধানেও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল না। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করেছিল। সেই সরকার যদি আওয়ামী লীগের কাছে হালাল হয়, তবে আজ কেন হারাম হয়ে গেল। আওয়ামী লীগ সরকার কোনোদিন গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও সংবিধানে বিশ্বাস করেনি। তাই এই সরকার বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।’
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলটিরর যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান উপস্থিত ছিলেন।