অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের মোটরবাইক শোভাযাত্রা
মুন্সীগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে পাঁচ কিলোমিটার দীর্ঘ মোটরবাইক শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলের নেতৃত্বে শহর-শহরতলীতে এ বাইক শোভাযাত্রা করা হয়।
শহরের উপকণ্ঠ পঞ্চসার পেট্রল পাম্প থেকে পাঁচ শতাধিক মোটরবাইকের এ শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। শহরতলীর পঞ্চসার মোড়, জিয়সতলা মোড়, নতুনগাঁও এবং শহরের মানিকপুর, থানারপুল চত্বর, শহর বাজার, পুরাতন কাচারী চত্বর, জেলা প্রেসক্লাব সড়ক প্রদিক্ষণ করে পুনরায় পঞ্চসার পেট্রল পাম্পে গিয়ে শেষ হয় এই বাইকশোভাযাত্রা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, সিরাজদীখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক, সাধারণ সম্পাদক কাউসার খান, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন, শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করবে নির্বাচন কমিশন। এ নির্বাচন বানচালের অপপ্রচেষ্টায় বিএনপি-জামায়াত জোট দেশে অরাজকতা ও আগুন সন্ত্রাস করছে। অবরোধ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। তাই বিএনপি-জামায়াতের সব অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে তৃণমূল নেতাকর্মীদের এই মোটরবাইক শোভাযাত্রা।