ব্যবসা-বাণিজ্য, পরিবহণ সেক্টর স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের
পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান নির্ভয়ে ব্যবসায়ী বাণিজ্য করার এবং পরিবহণ সেক্টর স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে নিজ সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক ব্যবসায়ীদের বলেন, ‘সরকার আপনাদের পাশে রয়েছে। আপনাদের কোনো সমস্যা হলে রাত ৩টা ৪টা যাই হোক, সরাসরি পুলিশ ও আমাকে ফোন দেবেন। আমরা আপনাদের জানমালের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব।’
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি, প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি এম এ কাফী সরকার, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পাবনা চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা চেম্বারের পরিচালক মিরাজুল ইসলাম রুবেল, চেম্বারের পরিচালক উত্তম কুমার কুণ্ডু, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মমিন, সহসভাপতি ইনসাফ আলী, বাস মিনিবাস মালিক সমিতিনেতা আলহাজ ওমর আলী, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান আহমেদ সাব্বির, শ্রমিকনেতা আবু ইসহাক প্রমুখ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, চেম্বারের পরিচালক, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ শফিকুল ইসলাম খান, চেম্বারের পরিচালক জাহিদ হাসান জামিম, এই এইচএম রেজুয়ান জুয়েল, চেম্বার সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।