ঢাকা-পাবনা ট্রেন দ্রুত চালু করার দাবি

পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল দ্রুত চালু করার দাবি জানিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবে শেকড় পাবনা ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে খান হাবিব মোস্তফা বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে যদি টালবাহানা করা হয় বা পিছিয়ে দেওয়া হয়, তবে এর পরিণতি খুব একটা ভালো হবে না। তিনি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করার দাবি জানিয়ে বলেন, অন্তত একটি ট্রেন দিয়ে পাবনাবাসীর স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করুন।
ট্রেন সার্ভিস চালুর বিষয়ে শঙ্কার কথা জানিয়ে খান হাবিব মোস্তফা বলেন, কয়েকদিন আগে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তরের জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে জেলার সব রাজনৈতিক নেতারা একসঙ্গে হয়েছিলেন। প্রকল্প পরিদর্শনের নামে গভীর রাতে পরিদর্শন করা কোনো অন্য ঘটনার ইঙ্গিত দিতে পারে। সেখানে রেল সচিবের বক্তব্যেও অস্পষ্টতা ছিল, তিনি সুস্পষ্ট ঘোষণা দিতে পারেননি। তিনি অভিযোগ করেন, কোনো কোনো প্রভাবশালী রাজনৈতিক মহল ওপরে ওপরে ট্রেন চালুর কথা বললেও ভিতরে ভিতরে নিরুৎসাহিত করছে। কিছু প্রভাবশালী বলছেন যে নির্বাচনের পর যেন ট্রেন উদ্বোধন করা হয়; যা আসলে জনগণের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে।
এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, পাবনা থেকে ঢাকায় ট্রেন সার্ভিস চালু নিয়ে বহু নাটক করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মাসুদ খান, নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহেল, ইরফান কাদের চৌধুরী, তাজুল ইসলাম ও ড. ওমর ফারুক প্রমুখ।