আইন অমান্য করায় বান্দরবানে ইটভাটা বন্ধ, জরিমানা
বান্দরবানে জেলা প্রশাসকের আদেশে লাল রঙের সাইন বোর্ড টাঙানো নিষেধাজ্ঞা অমান্য করায় একটি ইটভাটা বন্ধের নির্দেশ ও মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে আলীকদম উপজেলায় অভিযান পরিচালনা করে ভূমি কার্যালয়ের এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান এ নির্দেশ দেন।
এ সময় এফবিএম নামের ওই ইটভাটার আনুমানিক ২০ হাজার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস এবং চুল্লিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ঢেলে আগুন নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এফবিএম ইটভাটার মালিক শওকত তালুকদার জানান, তিনি হাইকোর্ট থেকে একটি আদেশ পেয়ে ইটভাটার কার্যক্রম চালু করেছিলেন। এ সংক্রান্ত কপি জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবেদ মো. সোয়াইব বলেন, ‘ইটভাটাটি আইনের লঙ্ঘন করায় এসি ল্যান্ডের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা ও ফায়ার সার্ভিরে সাহায্যে পানি দিয়ে চুল্লি নেভানো হয়েছে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।’