নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক
ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক। ছবি : ইউনবির প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া
ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বছর দুই মধ্যে এটি ছিল দ্বিতীয় এফওসি। প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র দপ্তরের পরামর্শে, দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে, যাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কযুক্ত খাতসমূহে সহযোগিতা বৃদ্ধি পায়।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)