নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার অজ্ঞাত পরিচয় দুই যাত্রীর মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা আতকাপাড়া নামক স্থানে বামনখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই এবং অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন শরাফত আলী, পারভেজ আলী ও হাসান মিয়া। এর মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জে। একজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার গুণেরগাতী এলাকায়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়। অটোরিকশাটি পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে পৌঁছালে দুর্গাপুর থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার পর পরই ট্রাকচালক পলিয়ে যায়। বালুবাহী ট্রাকটি আটক করা হয়েছে।