মুন্সীগঞ্জে অবরোধের সমর্থনে যুবদল-ছাত্রদলের মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/06/munsiignyj.jpg)
মুন্সীগঞ্জে অবরোধের সমর্থনে বুধবার সকালে যুবদল-ছাত্রদল মিছিল করে। ছবি : এনটিভি
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মুন্সীগঞ্জে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার সড়কে এ মিছিল করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।
মিছিলে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে অবরোধের সমর্থনে স্লোগান দেন তারা।
সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে দশমবারের মতো অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।