দুর্নীতিবিরোধী দিবস শনিবার পালন করবে দুদক
‘আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস-২০২৩’ পালন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী শনিবার (৯ ডিসেম্বর) দিবসটি পালন করবে সংস্থাটি। দিনটি উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তারা। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এমনটিই জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।
এবারে দিবসটির প্রতিপাদ্য, ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। সচিব বলেন, ‘২০১৭ সাল থেকে দুদক জাতীয় পর্যায়ে সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করে আসছে। তবে, এবার প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি দিবসটির মূল অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
এবারের কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ দ্বীপসমূহে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন। দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সকাল ৮টায় গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত পরিবেশন, দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করবে। ফেস্টুন-বেলুন ওড়ানোর পর দুদকের চেয়ারম্যান দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবে।
আগামী শনিবার বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে মূল অনুষ্ঠান ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনঊদ্দীন আবদুল্লাহ্।
এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারা দেশে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন ওড়ানো, বর্ণাঢ্য মানববন্ধন, আলোচনা সভা এবং গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিসের সহযোগিতায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়/জেলা কার্যালয়/বিভাগীয় জেলা কার্যালয়ের আয়োজনে ব্যাপক জনসমাগম হয় এমন স্থানে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হবে।