প্রয়াত ব্যারিস্টার মইনুলকে সম্মান জানিয়ে বিরতির পর বসবেন না আপিল বিভাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মইনুল হোসেনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ রোববার (১০ ডিসেম্বর) বিরতির পর বসবেন না আপিল বিভাগ। এদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্ত জানান।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে মইনুল হোসেনের মৃত্যুর বিষয়টি আজ সকালে উপস্থাপন করেন সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস।
আইনজীবী রুহুল কুদ্দুস বলেন, ‘সমিতির সাবেক সভাপতির মৃত্যুতে এর আগে এ প্রতিষ্ঠান সম্মান দেখিয়েছে। সাবেক সভাপতি মাহবুবে আলম, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরুসহ সাবেক সভাপতিদের মৃত্যুতে এ প্রতিষ্ঠান সম্মান দেখিয়েছে। সাবেক সভাপতি মইনুল হোসেন মারা গেছেন, যদি সুযোগ হয় সম্মান দেখাবেন।’
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আপিল বিভাগ ১১টার পর বসবেন না। হাইকোর্ট বিভাগের বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।’
দ্বিতীয়ার্ধে চেম্বার আদালতও বসবেন না বলে বেলা ১১টার দিকে জানিয়েছেন প্রধান বিচারপতি।
সাধারণত কর্মদিবসে সকাল ৯টা থেকে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়ে মাঝে বেলা ১১টা থেকে আধা ঘণ্টা বিরতি দিয়ে দুপুর সোয়া ১টায় শেষ হয়। অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল সোয়া ৪টা পর্যন্ত কার্যক্রম চলে।