সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার মইনুলের জানাজা, দাফন হবে আজিমপুরে
 
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদের ইমাম মুফতি আবু জাফর।
এর আগে বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, মইনুল হোসেনের ভাই আনোয়ার হোসেন মঞ্জু ও বড় ছেলে জাবেদ হোসাইন।
জানাজায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আবদুন নূর দুলালসহ অনেক আইনজীবী অংশগ্রহণ করেন।
জানাজা শেষে ব্যারিস্টার মইনুলের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন মারা যান।
ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত বহুল আলোচিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ৮ জানুয়ারি তিনি তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেন।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
