বিজয় দিবসে মোংলায় উন্মুক্ত যুদ্ধ জাহাজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/16/mongla-news-pic.jpg)
মোংলায় বিজয় দিবসে কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সিজিএস মুনসুর আলী সর্ব সাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়। ছবি : এনটিভি
বিজয় দিবস উপলক্ষে মোংলায় কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সিজিএস মুনসুর আলী উন্মুক্ত রাখা হয়। আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জেটিতে সর্ব সাধারণের জন্য উম্মুক্ত রাখা হয় জাহাজটি।
জাহাজটি দেখার জন্য সেখানে বিভিন্ন বয়সের বিপুল লোকজন ভিড় জমায়। উৎসুক লোকজন জাহাজটিতে উঠে গোলাবারুদসহ জাহাজের বিভিন্ন সরঞ্জাম ঘুরে দেখে। জাহাজের নাবিকরা জাহাজটির রণকৌশল সম্পর্কে সবাইকে প্রাথমিক ধারণা দেন।
এদিকে একই সময়ে দিগরাজ নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস তুরাগও সর্ব সাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়।