দেশব্যাপী বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
এক দফা দাবি সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন সারা দেশের বিএনপিপন্থি আইনজীবীরা। তবে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলছে। এই বর্জন কর্মসূচি চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।
আজ সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে বিএনপিপন্থি আইনজীবীরা এ কর্মসূচি পালন শুরু করেন। ঢাকাসহ সারা দেশের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সারা দেশ থেকে এনটিভি প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে আদালত বর্জন ও মানববন্ধন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির মূল ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন আইনজীবীরা।
জেলা আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল হক, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, সাংগঠনিক সম্পাদক সাদ উদ্দিন আহমেদ প্রিন্স, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এম এ হান্নান খান প্রমুখ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপিপন্থী আইনজীবীরা এই আদালত বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা বার ভবন প্রাঙ্গণে আদালত বর্জন কর্মসূচি পালন শুরু হয়েছে।
আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. ছালামত আলী।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এ টি এম মিজানুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চপল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হেনা কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন একটা প্রহসনের নির্বাচন। এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে না। ভোট দিতে গেলেই ফাঁদে পড়ে যাবে। যে মার্কাতেই ভোট দিবে সে মার্কাই শেখ হাসিনার মার্কা বলেও উল্লেখ করেন বক্তারা।
পরে আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে মাগুরায় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করে মানববন্ধন পালন করেছে।
বিকেলে মাগুরা জজ কোর্টের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতি রোকনুজ্জামান খান, সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর ও মনজুরুল ইসলাম কনক বক্তব্য দেন।
মানববন্ধন শেষে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন আইনজীবীরা।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ আদালত বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে বিএনপিপন্থি আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত এলাকা প্রদক্ষিণ করে।
পরে আইনজীবী সমিতি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম কবির, রফিকুল ইসলাম টিপু, সভাপতি সোলায়মান বিশু, সহসভাপতি নুরুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক রবিউল হক দোলন।
বক্তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপিপন্থি আইনজীবীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জেও আদালত বর্জন কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলের আইনজীবীরা।
আজ সোমবার সকাল থেকে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সিরাজগঞ্জ ইউনিটের আহ্বানে এই কর্মসূচি পালিত হচ্ছে। আদালত বর্জন কর্মসূচি চলবে ১-৭ জানুয়ারি পর্যন্ত।
আজ সকালে আদালত প্রাঙ্গণে মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা।
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ মণ্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।
বক্তরা বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এটি ড্যামি নির্বাচন। দেশের বেশিরবাগ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। তাই আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।