বরগুনায় আ.লীগের তিনটি নির্বাচনি ক্যাম্পে আগুন
বরগুনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নৌকা প্রতীকের তিনটি নির্বাচনি প্রচারক্যাম্পের তালা ভেঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে প্রচারক্যাম্পের আসবাবপত্র।
অগ্নিসংযোগ করা নির্বাচনি প্রচারক্যাম্প তিনটি হচ্ছে, সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া বাজার প্রচারক্যাম্প, একই ইউনিয়নের বুর্জিরহাট বাজার প্রচারক্যাম্প এবং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি বাজার প্রচারক্যাম্প। সকালে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে ফুলঝুড়ি ইউনিয়নে আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘রাতে আমরা প্রচারক্যাম্প তালাবদ্ধ করে যে যার বাড়ি যাই। পরে সকালে এসে প্রাচারক্যাম্প আগুনে পোড়ানো অবস্থায় খোলা দেখতে পাই। অগ্নিকাণ্ডে প্রচারক্যাম্পের আসবাবপত্র পুড়ে গেছে। প্রচারক্যাম্পগুলো পাকা স্টল হওয়ায় আগুন চারদিকে ছড়িয়ে পড়তে পারেনি। সকালে এ অবস্থা দেখার পর বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনসহ নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে জানাই।’
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় প্রচারক্যাম্পগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও এটিকে আমরা হালকা ভাবে দেখছি না। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। এছাড়া ঘটনার তদন্ত শুরু করেছি আমরা। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’