ভোটের আগের রাতে ১৭ স্থানে অগ্নিসংযোগ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লোগো
সারা দেশে ভোটের আগের রাতে ১৫ জায়গায় অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর মধ্যে ১০টি জায়গায় যানবাহন এবং সাত জায়গায় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে।
আজ সকালে ফায়ার সার্ভিসের পাঠানো বার্তায় বলা হয়, ঢাকা বিভাগ দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি, রংপুর বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনায় তিনটি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, চারটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি নির্বাচনি ক্যাম্প, একটি কমিশনার অফিস, একটি নৌকা পুড়ে যায়।
অগ্নিসংযোগের এসব ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০টি ইউনিট ও ১৫০ জন কর্মী কাজ করেন।