হাসপাতালের পাঁচ দালালের ১০ দিনের কারাদণ্ড
লক্ষ্মীপুর সদর হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ওমর ফারুক (২৭), আমিনুল (২৩), রহমান আল আজাদ (৩৭), সুজন (২৩) ও আকরাম হোসেন (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে দিন দিন দালালদের দৌরাত্ম্য বাড়ছে। এ অবস্থায় এনএসআই জেলা কার্যালয়ের অভিযানটি প্রশংসনীয়। তবে দণ্ডাদেশপ্রাপ্তরা কারাগার থেকে বের হয়ে ফের একইভাবে রোগীদের হয়রানি করবে। এ দালাল চক্রটি পুরোপুরি নিঃশেষ করা প্রয়োজন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা বলেন, অভিযানের সময় নয়জনকে আটক করা হয়। এরমধ্যে পাঁচজন দোষী প্রমাণিত হয়েছে। তারা নিজেরাও দোষ স্বীকার করেছেন। তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এই দালালদের কারণে হয়রানির শিকার হয়। এটি আইনত দণ্ডনীয় অপরাধ।