আহত বিজিপি সদস্যদের দেখতে হাসপাতালে বিজিবি মহাপরিচালক
বাংলাদেশে আশ্রয় নেওয়া ও চিকিৎসাধীন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনা সদস্যদের দেখতে হাসপাতালে গেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে আহত বিজিপি সদস্যদের দেখতে গেলে মহাপরিচালককে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা স্বাগত জানান।
পরে বিজিবি মহাপরিচালক সদর হাসপাতালে চিকিৎসাধীন বিজিপি ও সেনা সদস্যদের দেখতে ওয়ার্ডের ছুটে যান। এ সময় তিনি আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি চিকিৎসাধীন বিজিপি ও সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন। এখানে চারজন চিকিৎসা নিচ্ছেন।
এরপর বিজিবি মহাপরিচালক ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন। আজ সকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শনে কক্সবাজার আসেন।