পরিবারের ৬ সদস্যই অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালে
মানিকগঞ্জে একই পরিবারের শিশুসহ ছয় সদস্য অজ্ঞান পার্টির কবলে পড়ে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টায় জেলা সদরের ভাড়ারিয়া ইউনিয়নের চর বালিরটেক মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পুলিশ সরেজমিন পরিদর্শন করলেও এখন পর্যন্ত ঘটনার বিষয়ে তেমন কিছু বলতে পারেনি। এ সময় পরিবারটি সাড়ে তিন ভরি স্বণালংকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা হারিয়েছে।
ভুক্তভোগী চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন মো. আব্দুল মান্নান (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০), মেয়ে, সায়মা বেগম ও তানজুমা বেগম, নাতি সোহান এবং আব্দুল মান্নানের আগের পক্ষের মেয়ে আসমা বেগম।
কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু বলতে না পারলেও ভুক্তভোগীর স্বজনদের দাবি, ঘটনাটি নিজেদের মধ্যেই কেউ একজন করে থাকতে পারে।
ঘটনার বিষয়ে আব্দুল মান্নানের স্ত্রী নাসিমা বেগম জানান, তাঁরা রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িওয়ালা গরু বের করতে গেলে খেয়াল করেন ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। তখন তারা বুঝতে পারেন রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। তার প্রশ্ন বাইরের কেউ ঘরে এলে কেঁচি গেটের চাবি কী করে পেল? সেই সঙ্গে মূল গেটের তালা-চাবি কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার দাবি নিজেদের মধ্যেই কেউ একজন ঘটনাটি ঘটিয়েছে। পরিবারের অন্য সদস্যরাও এমনটিই বলছেন। তবে প্রায় সবার সঙ্গে কথা বলে বোঝা যায় আব্দুল মান্নানের আগের পক্ষের মেয়ে তেমন একটা অসুস্থ হননি অথচ বাকি সবাই অসুস্থ হলো কীভাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। হাসপাতালেও রোগীদের সঙ্গে দেখা করেছি। এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা তেমন একটা ভালো মনে হয়নি। সুস্থ হলে পরবর্তী সময়ে বিষয়টির ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’