ময়মনসিংহে সাতজনের প্রাণহানি : বাসচালক ও হেলপার গ্রেপ্তার
ময়মনসিংহ সদর উপজেলার আরালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ সাত জনের প্রাণহানির ঘটনায় বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুরের ঝিনাইগাতি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন শেরপুর সদর উপজেলার বাসিন্দা বাসচালক মো. সিরাজুল ইসলাম (৪৫) ও হেলপার মো. জাফর মিয়া ওরফে জনি (৪২)।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) রুবেল। এরপর অভিযান চালিয়ে ঘটনার পর থেকে পলাতক বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এদিকে, নিহতদের মধ্যে এ পর্যন্ত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফুলপুরের বাবলু আহমেদ (৫৫), স্ত্রী শীলা আক্তার (৪০) ও ছেলে সাদমান আহমেদ (১০), অটোরিকশাচালক ফুলপুর উপজেলার দিও গ্রামের আল আমিন (২৫), ধোবাউড়া উপজেলার উত্তর ডোমঘাটা গ্রামের গোলাম মোস্তফা (৫০) ও ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের আব্দুল বারেক মন্ডল (৪৮)।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হন।