পিকআপচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/18/tangail_news_pic.jpg)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পিকআপের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। ছবি : এনটিভি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরে দুজন।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন মির্জাপুর উপজেলার গয়রাতৈল এলাকার লুৎফর রহমান, তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম, নগর ভাতগ্রামের আকাশ মিয়া এবং নয়াপাড়া গ্রামের নাজমুল হোসেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ূন কবীর ঘটনার সত্যতা স্বীকার বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।