‘আব্বু-আম্মুকে কিছু বলো না, দোয়া করো’ : ক্ষুদে বার্তায় জলদস্যুদের হাতে জিম্মি জয়
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহতে কর্মরত জয় মাহমুদ (২৩)। অর্ডিনারি সিম্যান হিসেবে কাজ করেন তিনি। জলদস্যুদের কবলে পড়লে জয় তার চাচাতো ভাই মারুফকে ক্ষুদে বার্তা পাঠান। জানিয়েছেন ভয়াবহতার কথা। জয় তার ভাই মারুফের কাছে দোয়া চেয়েছেন। বাবা-মাকে বিষয়টি জানাতেও নিষেধ করেছেন। লিখেছেন, ‘ভালো থেকো, দোয়া করো। কাউকে বইলো না। আব্বু-আম্মুকে কিছু বইলো না। কাউকে কিছু বলা লাগবে না।’
কিন্তু চাপা থাকেনি সে কথা। নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে খবর পায় জয়ের পরিবার। একমাত্র ছেলেন জিম্মিদশার কথা শোনার পর থেকে বাবা জিয়াউর রহমান ও মা আবিদা বেগমের চোখে ঘুম নেই। তারা চান তাদের সন্তানসহ জাহাজের সবাইকে উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার ও জাহাজ কর্তৃপক্ষ। জয় মাহমুদ গত বছরের ২৯ নভেম্বর জাহাজটিতে যোগদান করেছিলেন।
আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ায় জাহাজটিকে জিম্মি করে জলদস্যুরা। জিম্মি করা হয় জয়সহ জাহাজের ২৩ জনকে। জিম্মিদের মধ্যে চট্টগ্রামের ১১ জন, নোয়াখালির দুজন রয়েছেন। এ ছাড়া জাহাজটিতে নাটোর, নওগাঁ, ফরিদপুর, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, নেত্রকোনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও খুলনার নাবিক রয়েছেন।