২৯ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/18/benapole_photo.jpg)
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে আশানুর রহমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে বেনাপোল-পুটখালী সড়কে ছোট আঁচড়ার চারা বটতলা তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী বেনাপোল বড় আঁচড়া (উত্তরপাড়া) গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে বিদেশি মদের একটি বড় চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী ছোট আঁচড়া গ্রামে বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা তিন রাস্তা মোড়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদসহ তাঁকে গ্রেপ্তার করে।
জব্দ করা বিদেশি মদের মূল্য ৮৭ হাজার টাকা বলে জানায় ডিবি পুলিশ।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, ডিবির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার করা মাদক ব্যবসায়ী আশানুর রহমানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে একটি মামলা করেছেন।