আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
আশুলিয়ার ইউনিক এলাকায় সীমা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী শহিদুল ইসলামকে আটক করেছে র্যাব। এ সময় সীমার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি। আজ বুধবার (২০ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে র্যাব স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার আগে শহিদুলকে আটক করা হয়। ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম পিটিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল মঙ্গলবার রাতে স্ত্রী সীমাকে বেধরক মারপিট করার পর অজ্ঞান হলে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসেন শহিদুল। সেখানে চিকিৎসকরা সীমাকে মৃত বলে ঘোষণা করার পর পালিয়ে যেতে উদ্যত হলে এক অ্যাম্বুলেন্স চালক জরুরি সেবার ট্রিপল নাইনে ফোন দেন। তৎক্ষণাৎ ওই এলাকায় টহলে থাকা র্যাব সদস্যরা শহিদুলকে আটক এবং আশুলিয়া থানায় সোপর্দ করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ‘এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’