কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান বমকে কারাগারে প্রেরণ
বান্দরবানে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা ও টাকা-অস্ত্র লুটের ঘটনার মামলায় গ্রেপ্তার মোট ৫৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লাল লিয়ান সিয়াম বমকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি লাল লিয়ান সিয়াম বম (৫৭) রুমা বেথেল পাড়া এলাকার বাসিন্দা।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। রুমা-থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের তাণ্ডবের ঘটনায় রুমা-থানচিতে আটটি মামলা হয়েছে। এর মধ্যে রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা হয়। তাণ্ডবের ঘটনায় জড়িতদের ধরতে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় সেনাবাহিনী-র্যাব-পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।