রাজধানীর হাজারীবাগে বস্তিতে আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/12/fire-service_web_0_0.jpg)
ফায়ার সার্ভিসের। ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগে একটি টিনশেড বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন দোলন এনটিভি অনলাইনকে বলেন, ‘হাজারীবাগ বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এর মধ্যে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ করছে।’
এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।