সাবেক পুলিশ সদস্যের বাড়ির গেটে তালা ও কাফনের কাপড়
সাবেক পুলিশ সদস্য গাজী মশিউর রহমানকে হত্যার হুমকি দেওয়ার জন্য ঘরের দুই পাশের কলাপসিবল গেটে বাইরে থেকে তালা মেরে বোমা সদৃশ বস্তু ও কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা। নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ধলাইতোলা গ্রামের এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আজ রোববার (২৮ এপ্রিল) গাজী মশিউর রহমান লোহাগাড়া থানায় অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে গাজী মশিউর রহমান বলেন, গতকাল শনিবার রাত ১১টায় আমাদের বাড়ির সব সদস্য রাতের খাবার খেয়ে পাকা বিল্ডিং ঘরের দুটা গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে ভোর সাড়ে ৫টায় ঘরের দক্ষিণ পাশের তালা খুলতে গিয়ে দেখা যায় বাইরে তালা মারা রয়েছে। পরে ঘরের পশ্চিম পাশের গেটে এলে মৃত্যু দেহ স্বাদৃশ্য বস্তু সাদা কাফনের কাপড়ে বাঁধা অবস্থায় দেখা যায়। গেটের হাতুলের সঙ্গে পলিথিনের মধ্যে তিনটি বোমা সদৃশ বস্তু দেখা যায়। ঘর থেকে বের হওয়ার কোনো উপায় না পেয়ে ঘরের পশ্চিম পাশের বেলকোনি এবং উত্তর পাশের জালানা দিয়ে পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করলে তারা এসে উপস্থিত আমাদের উদ্ধার করে। পরে ৯৯৯-এ কল করে সহযোগিতা চাই। লোহাগড়া থানা পুলিশ গ্রাম পুলিশ মো. ছেকেন্দার শেখকে ঘটনাস্থলে পাঠায় এবং ঘরের তালা ভেঙ্গে আমাদের ঘর থেকে বাহির করিবার নির্দেশ দেয়। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ও আতঙ্কে আছি। আমি সবার কাছে জীবনের নিরাপত্তা চাই।’
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ আমলে নিয়ে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে।