চাল বিতরণে অনিয়ম : জেলে ও চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫
চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে জেলেদের সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩ মে) জেলার সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি শেখ মুহসীন আলম জানান, শুক্রবার বিকেলে চাল বিতরণের সময় নিবন্ধিত জেলেরা চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিম খানকে ঘিরে রাখে। এ সময় চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও কয়েকজন জেলেসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত উপপরিদর্শক মুকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ওসি শেখ মুহসীন আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রখাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কেউ আটক হয়নি। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’