ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০
ভোলায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জংশন বাজারের ইলিশা নৌ-থানার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রিপন চন্দ্র সরকার।
সংঘর্ষের এ ঘটনায় রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এএসপি রিপন চন্দ্র সরকার জানান, আহতদের মধ্যে একজনকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। আর ভোলা সদর হাসপাতালে নয়জন, বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
রিপন চন্দ্র সরকার জানান, শুক্রবার রাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের কর্মী-সমর্থকরা আনারস মার্কার মিছিল নিয়ে বের হয়। একই সময় ইউনূস মিয়ার সমর্থকরা মোটরসাইকেল মার্কার একটি মিছিল বের করে। মিছিল নিয়ে দুই প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হয়। এ সময় আপত্তিকর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এ উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মোটরসাইকেল, ট্রাকসহ বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন কর্মী-সমর্থক আহত হয়। আহতদের মধ্যে এরশাদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এএসপি রিপন চন্দ্র সরকার।