মুক্তি পেলেন বিএনপিনেতা আবু আশফাক
 
জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আজ বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।
এসময় আবু আশফাক বলেন, ছোট কারাগার থেকে বড় কারাগারে আসলাম। পুরো দেশটাই আজ বন্দিশালায় পরিণত হয়েছে। জাতিকে বন্দিদশা থেকে মুক্ত করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ কঠিন আন্দোলন। আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সব ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
এ সময় কারাফটকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ, ওমর ফারুক কায়সারসহ ঢাকা জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
গত ২০ মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খন্দকার আবু আশফাক। এদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। গত ২৭ মে তাকে সব মামলায় জামিন দেওয়া হয়।

 
                   নিজস্ব সংবাদদাতা
                                                  নিজস্ব সংবাদদাতা
               
 
 
 
