যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী র্যাবের জালে
কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যার। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) জেলার সদর উপজেলার বাখরাবাদ ও হাউজিং স্টেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মো. আব্দুল ওয়াদুদ (৩৮) ও তার স্ত্রী মোসা. আয়েশা বেগম (৩৫)। তাদেরকে আজ শুক্রবার আদালতে নেওয়া হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ২০২১ সালের ১ অক্টোবর ৪৭০ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজা ও এক হাজার ৪৪০ পিস ইয়াবাসহ মো. আব্দুল ওয়াদুদ (৩৮) ও মোসা. আয়েশা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।
এ মামলায় গত বছরের ১৯ মে ওয়াদুদকে সাত এবং আয়েশাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী পলাতক ছিলেন। পরে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করে।