মাদারীপুরে শিশু শিক্ষার্থীরা পেল হুইল চেয়ার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/05/madaripur_shikssaarthiider_maajhe_huil_ceyaar_bitrnn.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ। ছবি : এনটিভি
মাদারীপুরের কালকিনি উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে আজ বুধবার (৫ জুন) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুমচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন তিন শিশু শিক্ষার্থীকে এই হুইল চেয়ার দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, আনিসুর রহমান, সুভাষ চৌধুরীসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।