পাহাড় কাটার অভিযোগে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ
বনভূমি দখল ও পাহাড় কাটার অভিযোগে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় দুই উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) পাহাড় কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের তালমৌ দিঘি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নির্দেশ দেওয়া ইউপি সদস্যরা হলেন, বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জিসানুল ইসলাম (২৯) ও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম (৪৮)।
অভিযানে ইউএনও মিল্টন বিশ্বাস ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল উপস্থিত ছিলেন।
ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, ‘অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’