সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের এসএ পরিবহণ পার্শ্বেল অ্যান্ড করিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১৮৭ বস্তা বিভিন্ন পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। গতকাল বুধবার (১২ জুন) সন্ধ্যায় এ অভিযান শুরু করে চলে মধ্যরাত পর্যন্ত।
আদালতের নিলাম কাগজ জালিয়াতি করে দেশের বিভিন্ন জায়গায় এসব পণ্য পাঠানোর সময় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এসএ পরিবহণের কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পণ্যগুলোর মধ্যে রয়েছে ১২৪ বস্তা ফুসকা, ৩০ বস্তা কসমেটিকস সামগ্রী, ১৬ বস্তা কাজু বাদাম, আট বস্তা বিস্কুট, চার বস্তা পলিথিন, তিন বস্তা কিসমিস, দুই বস্তা চকলেট ও চশমা।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও অবৈধ পণ্য পরিবহণের দায়ে এসএ পরিবহণ সুনামগঞ্জ শাখার ম্যানেজারকে দুবার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
টাস্কফোর্সের নেতৃত্বে থাকা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদ শরিফ জানান, ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্য পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে ১৪৭ বস্তা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে। যারা এই পণ্যগুলো পাঠানোর চেষ্টা করছিলেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ সময় কাউকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
অভিযানে অংশ নেন এনএসআইয়ের উপপরিচালক আরিফুর রহমান, সহকারী পরিচালক কৌশিক আহমদ কনকসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।