নওগাঁয় দুটি রাসেলস ভাইপার পিটিয়ে মারলেন স্থানীয়রা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/25/nouga.jpg)
নওগাঁয় ধামইরহাট উপজেলার নেউটা ও রাঙ্গামাটি এলাকায় দুটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। গতকাল সোমবার (২৪ জুন) বিকেলে স্থানীয়রা ঝোপঝাড় থেকে সাপ দুটিকে বেড়িয়ে আসতে দেখে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পাইকবান্দা বন বিট কর্মকর্তা ফরহাদ জাহান এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, ধামইরহাট এলাকায় এর আগেও রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে। ভারত সীমান্ত সংলগ্ন ও আত্রাই নদী তীরবর্তী এলাকা থেকেও এ সাপ উদ্ধার করা হয়েছে।
বন বিট কর্মকর্তা ফরহাদ জাহান জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১০টি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে।
ফরহাদ জাহান জানান, কয়েক বছর আগে ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকায় রাসেলস ভাইপার এক কৃষককে দংশন করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। এ ঘটনার বেশ কিছুদিন পর আবারও এই সাপের উপদ্রপ বোড়েছে। তাই সবাকে সচেতন থাকার জন্য পরামর্শ দেন এ বিট কর্মকর্তা।
এদিকে সাপের উপদ্রপ থেকে রক্ষায় জেলা জুড়ে সতর্ককরণ প্রচারণা চালানোর কথা জানান নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা। জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক মজুত রাখা হয়েছে বলেও জানান তিনি।