নওগাঁয় ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষক-আদিবাসী ও নারী সমাবেশ

নওগাঁয় কৃষক, আদিবাসী ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী নাচোলের রাণী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এই সমাবেশের আয়োজন করে।
নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালিদুজ্জামান সমাবেশের উদ্বোধন করেন।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সঞ্চালনায় সমাবেশে আলোচনা করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, খেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. মনীষা চক্রবর্তীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।