প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : গণশিক্ষা সচিব
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ করছে।
আজ মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলনে সচিব এসব তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রাজধানীর সব প্রাথমিক স্কুল দৃষ্টিনন্দন ও উন্নত কাঠামোর হবে। কম শিক্ষার্থী সম্পন্ন প্রাথমিক স্কুলগুলোকে কাছাকাছি এলাকার বেশি শিক্ষার্থী সম্পন্ন স্কুলগুলোর সঙ্গে একীভূত করার কাজটি চলমান। এটা বাস্তবতা নির্ভর বলে গণহারে এই প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদ আহাম্মদ জানান, প্রাথমিক স্কুলগুলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সার্বিক সক্ষমতা অর্জনের পথে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে এতদিন দেরি হচ্ছিল। তিনি আরও বলেন, আগামী তিন বছরে এক হাজার প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগসহ আরও বিভিন্ন বিষয় নিশ্চিত করতে হবে।