২৭ হাজার ক্যান বিয়ারভর্তি কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ৩
পটুয়াখালীতে ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ারসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং তিন ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার (২৮ জুন) ভোররাত ৪টায় ব্রিজের টোল প্লাজা সংলগ্ন সড়ক থেকে কাভার্ডভ্যানটি জব্দসহ তিনজনকে আটক করা হয়।
এ সময় আটক ব্যক্তিরা হলেন কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের বশিরুল ইসলাম (২৮), একই উপজেলার নাচনাপাড়া এলাকার মেহেদী হাসান রাব্বী (২৩) ও কাভার্ডভ্যানচালক বরিশাল জেলার কাউয়ানিয়া থানার মো. রুবেল মুন্সি (৩৩)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন খবর পেয়ে তাঁরা পটুয়াখালী ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে কাভার্ডভ্যানটি চ্যালেঞ্জ করেন। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে এই বিয়ার উদ্ধার করে জব্দ করা হয়। গাড়িটি কলাপাড়ার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।
আটক তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।