জলাবদ্ধ নোয়াখালীর সরকারি অফিস, বাসাবাড়ি
টানা ভারি বর্ষণে ডুবে গেছে নোয়াখালী জেলা শহর। জলাবদ্ধতায় আটকে আছে লাখো মানুষ। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। বাদ যায়নি সরকারি অফিসও। জলাবদ্ধতায় বিঘ্নিত হচ্ছে জরুরি সেবা।
পানি উন্নয়ন বোর্ড বলছে, খাল খননের ফলে কমেছে জলাবদ্ধতা। তবে এ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন পৌর মেয়র সহিদ উল্লাহ খান ।
কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে—বলছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ দিনেও বৃষ্টি অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (২ জুলাই) জেলা শহর ঘুরে দেখা যায়, পুলিশ সুপার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে পানিতে ডুকে পড়েছে। পুলিশ সুপার কার্যালয়ে অফিস কক্ষে পানি ঢুকে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে সেবা কার্যক্রম। পানিতে ডুবে গেছে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জনের বাসভবনের সড়ক।
এ ছাড়া জলাবদ্ধ হয়ে পড়েছে জেলা আবহাওয়া অফিস, জেলা মৎস্য অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অফিস। এতে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী, অফিসগামী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
এলাকাবাসী অভিযোগ, রাস্তা থেকে ড্রেনের উচ্চতা বেশি তাই পানি রাস্তায় থেকে যায়। এতে জলাবদ্ধতা যেমন হয় তেমন সড়কেরও ক্ষতি হয়। কারা এসব ড্রেন তৈরি করে মাথায় আসে না। বেশিরভাগ ড্রেন ও নালা বন্ধ রয়েছে।
এই দিকে জেলা প্রশাসকের বাংলোর সামনের সড়কে পানি জমে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হয়।
পুলিশ সুপার কার্যালয়ের নিচতলায় পানি। অফিসে পানি ডুকে যাওয়ায় পুলিশ সুপার কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম প্রায় বন্ধের পথে। পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও আসবাবপত্র ক্ষতির মুখে আছে।