মাদারীপুরে এতিম শিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/03/madaripur_ntv_news_pic.jpg)
মাদারীপুরে দারুসসুন্নাত মোহেব্বিয়া দ্বিনিয়া মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন । ছবি : এনটিভি
মাদারীপুরে এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে দারুসসুন্নাত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিশুদের নিয়ে আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা করা হয়।
আজ বুধবার (৩ জুলাই) দুপুরে শহরের এ এতিমখানায় এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজার সভাপতিত্বে আলোচনাসভা হয়। এরপর দোয়া মাহফিল, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এমন আয়োজনে সবার মুখে হাসি ফুটে ওঠে। এ সময় এনটিভির সার্বিক মঙ্গল কামনা করেন অতিথিরা।
এ সময় জেলার সাংবাদিক, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন স্থানে ফলদ গাছ রোপণ করা হয়।