ডিএমপির তিন উপপুলিশ কমিশনার বদলি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/10/dmp.jpg)
ডিএমপির লোগো
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, ট্রাফিক উত্তরা বিভাগের নাবিল কামাল শৈবালকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মো. রবিউল ইসলামকে ডিএমপির এসেস্ট বিভাগে ও অপারেনস বিভাগের মো. আবু ইউসুফকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে। অবিলম্বে এ বদলির আদেশ কার্যকর করা হবে।