কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) রাতে নিয়মিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা নিয়ে প্রশ্ন করলে নিন্দা ও উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মুখপাত্র মিলার বলেন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এবং বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, এক বিবৃতিতে সোমবার রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্দোলনে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। এ ছাড়াও আলজাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কোটাবিরোধী আন্দোলনে হামলার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।