দেশের পরিস্থিতি আড়াল করতে বন্ধ হয় ইন্টারনেট : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের পরিস্থিতি আড়াল করতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। আজ মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এমন দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ওপর প্রতিশোধ নিতে কারফিউ জারি করা হয়েছে। এর মাধ্যমে চরম ভোগান্তিতে ফেলা হয়েছে মানুষকে।
কোটা সংস্কারের দাবিকে দমন করতে নিরীহ জনতাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, এখন হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। আন্দোলনকে কেন্দ্র করে হত্যা-নির্যাতন চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়নি। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন, তাতে প্রতীয়মান হচ্ছে, তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত আছেন।
দেশজুড়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগও করেন মির্জা ফখরুল।