আ.লীগ সরকারকে উৎখাতে ‘জাতীয় ঐক্যের’ আন্দোলন শুরুর আহ্বান বিএনপির
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে জাতীয় ঐক্যের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো দলীয় প্যাডে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার স্বাক্ষর সম্বলিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারবঞ্চিত মানুষের মুক্তি এবং বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে জাতীয় ঐক্যভিত্তিক এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে নিয়োজিত দল ও জোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য বাম ও ডানপন্থি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল ইনশাল্লাহ জাতির মুক্তিকে ত্বরান্বিত করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিতে ইচ্ছুক দল ও সংগঠনগুলো সময় ও যোগাযোগের সীমাবদ্ধতার কারণে একটি সাধারণ বিবৃতির মাধ্যমে তাদের সম্মতি জানাতে পারে।
যারা সম্মতি প্রকাশ করবে তাদের সবার স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান ফখরুল।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)