গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৩
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কয়েক দফা পুলিশি বাধা উপেক্ষা করে আজ বুধবার (৩১ জুলাই) জয়দেবপুরে মিছিলসহ যাওয়ার সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
শিক্ষার্থীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রাজবাড়ী রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময়ে পুলিশ সেখানে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা দুপুরে রেলক্রসিং এলাকার জয়দেবপুর বড় মসজিদের সামনে থেকে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি মিছিল বের করে। এসময়ে আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা তাদের সঙ্গে মিছিলে যোগ দেয়। পরে বিভিন্ন স্লোগানসহ মিছিলটি শিববাড়ি হয়ে শিমুলতলীর ডুয়েটের দিকে যাওয়ার পথে বটতলা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পুলিশের ধাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারি কমিশনার ফাহিম আসজাদ জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তবে গাজীপুর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ডুয়েট ও শিববাড়ি মোড়সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।